Skip to main content

Top 10 Real-Life System Design Questions Asked in FAANG Interviews

Introduction:

FAANG companies (Facebook, Amazon, Apple, Netflix, and Google) are renowned for their rigorous software engineering interviews, with system design questions playing a crucial role. These questions assess your ability to design large-scale, scalable, and maintainable systems. In this blog post, we present 10 real-life system design questions that you may encounter during FAANG interviews, along with the type of system architecture each question represents and a brief description of aspects to consider while designing the system.

  1. Design a system like Twitter (Social Media Platform)

In this question, you will be asked to design a social media platform that can handle massive amounts of data and scale to accommodate millions or billions of users. Focus on aspects like data modeling, data storage, feed generation, and search functionality. This will demonstrate your understanding of distributed systems, databases, and caching strategies.

  1. Design a URL shortening service like bit.ly (Web Service)

This question tests your ability to design a scalable web service with high availability. Consider factors like RESTful API design, database schema, caching strategies, and load balancing. You will need to demonstrate your knowledge of data structures, hashing algorithms, and distributed systems.

  1. Design a distributed key-value store (Distributed Systems)

This question assesses your understanding of distributed systems, data replication, and consistency models. You should discuss topics like sharding, partitioning, CAP theorem, and consistency levels. This will help demonstrate your ability to design a scalable and fault-tolerant system.

  1. Design a rate limiter (System Control)

In this question, you are required to design a system that can limit the number of requests per user or IP address within a specific time frame. You may need to discuss token bucket algorithms, sliding window algorithms, and distributed rate limiting. This will show your understanding of system control and resource management.

  1. Design a web crawler (Web Scraping and Parallelism)

This question assesses your understanding of web scraping, parallelism, and resource management. Candidates should be prepared to discuss topics like HTML parsing, robots.txt, URL frontier, and managing duplicate URLs. This will demonstrate your ability to design a system that can efficiently crawl and process web content.

  1. Design a recommendation system like Netflix (Recommendation Systems)

This question evaluates your ability to design algorithms that can analyze user behavior and provide relevant recommendations. Topics may include collaborative filtering, content-based filtering, matrix factorization, and deep learning-based approaches. This will help show your knowledge of machine learning and data analysis.

  1. Design a search engine or search autocomplete system (Search Algorithms and Optimization)

This question tests your understanding of search algorithms, indexing, and performance optimization. You may need to discuss topics like inverted indices, term frequency-inverse document frequency (TF-IDF), and search ranking algorithms. This will demonstrate your ability to design an efficient and effective search system.

  1. Design a load balancer (Load Balancing and High Availability)

This question assesses your ability to distribute incoming network traffic across multiple servers to ensure high availability and reliability. Candidates should be familiar with techniques like round-robin, least connections, and consistent hashing. This will show your knowledge of network architecture and system reliability.

  1. Design a cache system (Caching Strategies and Performance Optimization)

This question evaluates your understanding of caching strategies and their impact on system performance. You may need to discuss topics like cache eviction policies, distributed caching, and cache synchronization. This will help demonstrate your ability to optimize system performance through effective caching.

  1. Design a messaging or notification system like WhatsApp (Messaging and Notification Systems)

This question tests your ability to design a system for sending messages or notifications to users in a reliable and scalable manner. Considerations include message queues, message brokers, and publish-subscribe patterns. This will demonstrate your understanding of communication protocols, data encryption, and real-time data processing.

Conclusion:

Preparing for system design questions is an essential part of FAANG interviews. The real-life system design questions listed in this blog post can help you get started with understanding the types of questions you might encounter and the aspects to focus on while designing these systems. Remember that interviewers might ask variations of these questions or combine concepts, so it's essential to be adaptable and ready to demonstrate your problem-solving abilities. Good luck with your FAANG interviews!




Comments

Some of My Bests

ডাটা স্ট্রাকচার- স্ট্যাক (Stack)

Programming is all about data manipulation. Data structure is way of storing data for further manipulation. ডাটা স্ট্রাকচার আমাদেরকে বিভিন্ন ডাটা সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেয়। ডাটা সাজিয়ে রাখার অনেক গুলো "তরিকা" আছে। কোনকিছু আমরা কেন সাজিয়ে রাখি? যেন পরে নির্দিষ্ট একটা ডাটা সহজে খুঁজে পেতে পারি। "তরিকা" গুলোর নাম Array, Stack, Queue, Linked List, Tree, Graph. এগুলা শ খানেক ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছুর নাম, যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। এই পোস্টটা স্ট্যাক বুঝানোর জন্য। স্ট্যাক খুবই ইন্টেরেস্টিং একটা ডাটা স্ট্রাকচার। অনেক কারনেই এটা ব্যাবহার হয়। আগে স্ট্যাক কনসেপ্টটা নিয়ে আলোচনা করা যাক। স্ট্যাক বলতে বোঝায় একটার উপর একটা সাজায়ে রাখা। বিয়ের বাড়িতে আগে মেলামাইনের গ্লাস দেখা যেত একটার ভেতর আরেকটা ঢুকায়ে লম্বা একটা পাইল তৈরি করে একসাথে ক্যারি করা হচ্ছে। এটা একটা স্ট্যাক। প্রোগ্রামিং এর ভাষায় স্ট্যাক এক্সাক্টলি সেইম জিনিসই। তবে একটু ঘষামাজা আছে। আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে। বয়ামের ভেতর একটার পর আরেকটা বিস্কিট ঢুকিয়ে রাখা হয়। হ্যা, এইটা পারফেক্ট উদাহরণ হয়েছে। এই

ডাটা স্ট্রাকচার- কিউ (Queue)

Programming is all about data manipulation. Data structure is way of storing data for further manipulation. ডাটা স্ট্রাকচার আমাদেরকে বিভিন্ন ডাটা সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেয়। ডাটা সাজিয়ে রাখার অনেক গুলো "তরিকা" আছে। কোনকিছু আমরা কেন সাজিয়ে রাখি? যেন পরে নির্দিষ্ট একটা ডাটা সহজে খুঁজে পেতে পারি। "তরিকা" গুলোর নাম Array, Stack, Queue, Linked List, Tree, Graph. এগুলা শ খানেক ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছুর নাম, যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। এই পোস্টটা কিউ বুঝানোর জন্য। কিউ জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। জীবনে আমরা সবাই কখনো না কখনো লাইনে দাঁড়ায়ছি। কিউ এর বেসিক ক্যারেক্টারিস্টিকসের সাথে মিলিয়েই প্রোগ্রামিং এ কিউ এর কনসেপ্ট। বাস্তব জীবনে একটা কিউ তে কি হয়? সবাই লাইন ধরে দাঁড়ায় কিছু একটা কারনে। যে সবার আগে দাঁড়ায় সেই সবার আগে কার্জসিদ্ধি করে। সবার পরের জন সবার পরে। স্ট্যাকের ক্ষেত্রে আমরা পড়েছিলাম Last In First Out (LIFO) or First In Last Out (FILO)। কেমন আনফেয়ার শোনায় না? সবার পরে আসবে, আবার সবার আগে চলে যাবে। অ্যাটলিস্ট আমার আনফেয়ার লেগেছিলো যখন স্ট্যাক শিখছিল

কম্পিউটার বচন

কম্পিউটারের সাথে আমার পরিচয় খুব ছোট বয়সে না। অন্তত চেনাপরিচিত বন্ধুমহলের অনেকের তুলনায় আমি বাচ্চাই বলা চলে। ক্লাস ২ বা ৩ তে পড়ি যখন ফুফাতো ভাই প্রথম কম্পিউটার কেনে। ফুফুর বাসা কাছেই হওয়ায় মাঝে মাঝেই সেটা দেখার সৌভাগ্য হতো। কিন্তু ছুয়ে দেখার সাহস তখনও হয়নি। সেই বছর থেকে আমাদের রেওয়াজ, ঈদের দিন নামাজ পড়েই সোজা ভাইয়ার রুমে। ভাইয়া নতুন একটা গেম ইন্সটল করে রাখতো আর আমরা কাজিনেরা লাইন দিয়ে সেটা খেলতাম (যদিও আমার ভাগে কমই পড়তো :p )  ক্লাস সিক্সে নতুন স্কুলে ভর্তি হলাম। এ এক আজব জায়গা। সবাই বড়লোকের পোলাপাইন। কতজন গাড়িতে করে আসে। তাদের তো কথাই নাই। যাদের গাড়ি নাই তাদেরও রোজকার বাজেট বিশাল। ইচ্ছামত উড়ায়। আর আমি মধ্যবিত্তের ছেলে। যাওয়া আসার ভাড়া বাদে কোনো টাকা পেতামনা। টিফিন বাসা থেকে বানায়ে দিতো। এই যখন আমার অবস্থা তখন ক্লাসমেটরা নিত্যনতুন গ্যাজেটের সাথে শুধু পরিচয়ই না, পকেটে নিয়ে ঘুরে (যদিও স্কুলে নিষিদ্ধ ছিলো )। সবাই এসব নিয়ে কত গল্প চালায় যায়। আর আমার মত বোকা কিছু পাবলিক হা করে এদের গল্প শুনি। কম্পিউটারের কত বচন, কত আড্ডা। এসব আড্ডায় ঢুকতে কত ইচ্ছা করতো, কিন্তু ঢুকবো কি করে? আমার কম্পিউটা