Skip to main content

ডাটা স্ট্রাকচার- কিউ (Queue)

Programming is all about data manipulation. Data structure is way of storing data for further manipulation.

ডাটা স্ট্রাকচার আমাদেরকে বিভিন্ন ডাটা সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেয়। ডাটা সাজিয়ে রাখার অনেক গুলো "তরিকা" আছে। কোনকিছু আমরা কেন সাজিয়ে রাখি? যেন পরে নির্দিষ্ট একটা ডাটা সহজে খুঁজে পেতে পারি। "তরিকা" গুলোর নাম Array, Stack, Queue, Linked List, Tree, Graph.
এগুলা শ খানেক ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছুর নাম, যেগুলো অনেক বেশি ব্যবহার হয়।

এই পোস্টটা কিউ বুঝানোর জন্য।

কিউ জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। জীবনে আমরা সবাই কখনো না কখনো লাইনে দাঁড়ায়ছি। কিউ এর বেসিক ক্যারেক্টারিস্টিকসের সাথে মিলিয়েই প্রোগ্রামিং এ কিউ এর কনসেপ্ট। বাস্তব জীবনে একটা কিউ তে কি হয়? সবাই লাইন ধরে দাঁড়ায় কিছু একটা কারনে। যে সবার আগে দাঁড়ায় সেই সবার আগে কার্জসিদ্ধি করে। সবার পরের জন সবার পরে।

স্ট্যাকের ক্ষেত্রে আমরা পড়েছিলাম Last In First Out (LIFO) or First In Last Out (FILO)। কেমন আনফেয়ার শোনায় না? সবার পরে আসবে, আবার সবার আগে চলে যাবে। অ্যাটলিস্ট আমার আনফেয়ার লেগেছিলো যখন স্ট্যাক শিখছিলাম। কিউতে এসে সেই আনফেয়ারনেস চলে গেছে। কিউ হলো First In First Out (FIFO) or Last In Last Out (LILO) অর্ডারে চলে।

এখানেও Array ব্যবহার করে কিউ তৈরি হয়। স্ট্যাকের মত না করে ইনডেক্সিংটা হয় শুরু থেকে শেষে, মানে FIFO অর্ডারে।

    PUSH: স্ট্যাকের মত কিউতেও পুশ আছে। এই পুশ ফাংশনে যেই ডাটা দেয়া হবে সেটা কিউ এর সবার শেষে যেয়ে যোগ হবে।
    POP: এই ফাংশনটাও স্ট্যাকের মত। পার্থক্য শুধু কিউ এর ক্ষেত্রে পপ ফাংশন কল করলে Array এর সবার আগের ডাটা টা কিউ থেকে বের করে দেয়া হবে।
    FRONT: স্ট্যাকে যেমন TOP ছিলো, কিউ তে সেরকম ফ্রন্ট আছে। এই ফাংশন কল করলে কিউ এর সবার সামনে কোন ডাটা আছে সেটা শো হয়।

একটা বেসিক কিউ প্রোগ্রামঃ
-----------------------------------------------------------------------------------------------------------------------

#include<iostream.h>
#include<conio.h>
#include<stdlib.h>
#define SIZE 5
int q[SIZE],front=0,rear=0;

void main()
{
 int ch;
 clrscr();
 void enqueue();
 void dequeue();
 void display();
 while(1)
 {
  cout<<"\n 1. add element";
  cout<<"\n 2. remove element";
  cout<<"\n 3.display";
  cout<<"\n 4.exit";
  cout<<"\n enter your choice:";
  cin>>ch;
  clrscr();
  switch(ch)
  {
   case 1:
    enqueue();
    break;
   case 2:
    dequeue();
    break;
   case 3:
    display();
    break;
   case 4:
    exit(0);
   default:
    cout<<"\n invalid choice";
  }
 }
}

//Inserting new int
void enqueue()
{
 int no;
 if (rear==SIZE && front==0)
 cout<<"queue is full";
 else
 {
  cout<<"enter the num:";
  cin>>no;
  q[rear]=no;
 }
 rear++;
}

//Removing a data
void dequeue()
{
 int no,i;
 if (front==rear)
 cout<<"queue is empty";
 else
 {
  no=q[front];
  front++;
  cout<<"\n"<<no<<" -removed from the queue\n";
 }
}

//displaying all members
void display()
{
 int i,temp=front;
 if (front==rear)
 cout<<"the queue is empty";
 else
 {
  cout<<"\n element in the queue:";
  for(i=temp;i<rear;i++)
  {
   cout<<q[i]<<" ";
  }
 }
}

খুবই ইজি কোড। ট্রাই করে দেখতে পারেন। কোডের এক্সপ্লেনেশন কোডের ভেতরই দেয়া আছে।

For Further Studies about Stack:

  1. C Plus Plus
  2. Geeks for Geeks
Code Used in this Post: Forget Code

Comments

Some of My Bests

ডাটা স্ট্রাকচার- স্ট্যাক (Stack)

Programming is all about data manipulation. Data structure is way of storing data for further manipulation. ডাটা স্ট্রাকচার আমাদেরকে বিভিন্ন ডাটা সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেয়। ডাটা সাজিয়ে রাখার অনেক গুলো "তরিকা" আছে। কোনকিছু আমরা কেন সাজিয়ে রাখি? যেন পরে নির্দিষ্ট একটা ডাটা সহজে খুঁজে পেতে পারি। "তরিকা" গুলোর নাম Array, Stack, Queue, Linked List, Tree, Graph. এগুলা শ খানেক ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছুর নাম, যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। এই পোস্টটা স্ট্যাক বুঝানোর জন্য। স্ট্যাক খুবই ইন্টেরেস্টিং একটা ডাটা স্ট্রাকচার। অনেক কারনেই এটা ব্যাবহার হয়। আগে স্ট্যাক কনসেপ্টটা নিয়ে আলোচনা করা যাক। স্ট্যাক বলতে বোঝায় একটার উপর একটা সাজায়ে রাখা। বিয়ের বাড়িতে আগে মেলামাইনের গ্লাস দেখা যেত একটার ভেতর আরেকটা ঢুকায়ে লম্বা একটা পাইল তৈরি করে একসাথে ক্যারি করা হচ্ছে। এটা একটা স্ট্যাক। প্রোগ্রামিং এর ভাষায় স্ট্যাক এক্সাক্টলি সেইম জিনিসই। তবে একটু ঘষামাজা আছে। আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে। বয়ামের ভেতর একটার পর আরেকটা বিস্কিট ঢুকিয়ে রাখা হয়। হ্যা, এইটা পারফেক্ট উদাহরণ হয়েছে। এই

প্রোগ্রামিং এর সংগে ঠাট্টা

প্রথমে কিছু কাটখোট্টা সেশন দিয়ে শুরু করা যাক। কিছু কমন প্রশ্ন এবং এই গোবেচারার কিছু উত্তর। ১ . প্রোগ্রামিং কি? খায় না মাথায় দেয়?        সোজা বাংলায় বলতে গেলে প্রোগ্রামিং হলো কম্পিউটারকে আদেশ দিয়ে কিছু কাজ করানো। মানে কি?     মানে হলো কম্পিউটার হলো একটা বোকা বাক্স। ক্ষেত্রবিশেষে এদের ক্ষমতা মানুষের চেয়েও বেশী থাকলেও এর অনেক বড় সীমাবধ্যতা হলো এরা নিজে থেকে কিছু করতে পারেনা। এই দাস তাই করবে যা তার মনিব তাকে আদেশ দিবে। সমস্যা হলো কম্পিউটার মানুষের ভাষা বুঝেনা। এই সমস্যার সমাধান হলো প্রোগ্রামিং। মানুষ তার নিজের ভাষায় কম্পিউটারের জন্য কিছু আদেশ লিখে দিবে, কম্পিউটার সেটাকে কোন এক ভাবে নিজের ভাষায় ট্রান্সলেট করে নিবে। ব্যাস...কাজ শেষ। কম্পিউটার সেই আদশ পুরন করে ফেলবে। ২. প্রোগ্রামিং করে লাভ কি? কম্পিউটারকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়?     যেমনটা আগেই বলা হয়েছে। কম্পিউটারকে আদেশ না দিলে কিছুই করতে পারবেনা। তাই এতটুকু বুঝতেই পারছেন যে একটা প্রোগ্রাম বানিয়ে আপনি পুরো কম্পিউটারটাকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে আপনি কম্পিউটারে যা কিছু দেখছেন( গেমস, ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার ইত্যাদি ),