এক দশক ধরে স্মার্টফোনের জয়জয়কার চলছে। স্মার্টফোন শুধু কমিউনিকেশনের মাধ্যম থেকে পার হয়ে বহুদূর এগিয়ে গেছে। প্রজন্মের একটা বড় অংশ বিনোদনের প্রধান উপকরন হিসেবে স্মার্টফোনকে দেখে। সেই বিনোদনেরও একটা উপায় হলো মোবাইলে গেম খেলা। একটা বিশেষ গেমের সাথে পরিচয় করিয়ে দিতে লিখতে বসেছি। গেমটার নাম "Alto's Adventure"। ইতোমধ্যেই গেমটি বেশ সুনাম কুড়িয়েছে। গেমটা প্রমান দেয় যে একটা সফল গেমের জন্য ধুমন্ধার অ্যাকশন বা মগজের উপর জোর দেয়া, এই বিষয় গুলো না থাকলেও চলে।
গেমের মুল থিমটা হলো স্নো বোর্ডিং। মূল নায়ক অলতোকে নিয়ে পাহাড়ে স্নো বোর্ডিং করতে হবে। কি? ইচ্ছা দমে গেলো? আসলেও স্নো বোর্ডিং বা এই ধরনের রিয়েল লাইফ গেম নিয়ে এর আগে হাজার হাজার গেম বানানো হয়েছে। তা এতে এমন কি আছে যে আলাদা ভাবে লিখতে হবে। আছে জনাব, তা অবশ্যই আছে। গেমটা খেলে প্রথম যেই চিন্তাটা মাথায় আসে তা হলো, এত রিল্যাক্সিং কি করে হতে পারে? তাও আবার একটা গেম? রিল্যাক্সিং হবার অন্যতম কারন হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। পিয়ানোর ছন্দগুলো শুনলেই মনটা ভালো হয়ে যায়। তার সাথে বৃষ্টির সম সেটার আওয়াজ, বাজ পড়ার আওয়াজ ইত্যাদি পারিপার্শ্বিক শব্দ গুলো তো আছেই।
দ্বিতীয় যেই ব্যাপারটা তা চোখে ধরার। চমৎকার গ্রাফিক্স। শুভ্র বরফ ঘেরা পর্বত বেয়ে যখন অলতোকে নামতে দেখবেন তখন ভাববেন ওখানে আমি নেই কেন? একটা গেমের ভেতরেও যে এত সুন্দর সুর্যোদয় দেখা যেতে পারে তা কল্পনাতীত। অলতোকে এগিয়ে আসতে দেখে যখন পাখি গুলোকে উড়ে যেতে দেখবেন তখন মনের ভেতর একটা তৃপ্তি আসবে।
এছাড়া আছে চমৎকার ফিজিক্সের ব্যবহার, চমৎকার গল্পের ব্যবহার।
গল্পঃ গল্পের মূল ্নায়ককে আগেই পরিচয় করিয়ে দেয়া হয়েছে। সে নেপাল বা ভুটান জাতীয় কোন পর্বতঘেরা স্থানের বাসিন্দা। তার কিছু লামা (পর্বতের গৃহপালিত পশু) বাধন ছুটে পালিয়ে যাচ্ছে। তার কাজ সেগুলোকে ধরে ধরে আনা। এই অ্যাডভেঞ্চারে সে বন জংগল, পাহাড়ের নিচু ঢাল, ছোট ছোট বাড়িঘর, এগুলো পার করে। তাছাড়াও পার করতে হয় গভীর গিরিখাত। এই ছুটে চলার মাঝেই আমরা দেখবো দিন থেকে রাত হওয়া, আবার রাত পেরিয়ে দিন। ভোরের আলোতে শুভ্র তুষার, সূর্যাস্তের মায়াবী আলো, সন্ধ্যের ছমছমে ভাব, গভীর রাতের আকাশ ভর্তি তারা। ঝড়-বৃষ্টি হোক আর মাথার উপরে সূর্য, কোনকিছুতেই এই ছুটেচলা থামবেনা। কিছু অবস্টাকল অবশ্যই আছে। যেমন সেই গিরিখাত। বা পাথরের স্তুপ। কিছু আগুনের কুন্ডলীও পাওয়া যায় মাঝে মাঝে। নির্দিষ্ট দূরত্ব পার করলে পিছু নিবে "Elder"। এই এল্ডার কিছুটা ভিলেনের মত। তারা পুচকে অলতোর এত জোরে জোরে চলা পছন্দ করেনা। তাই চেষ্টা করে পিছু নিয়ে তাকে ফেলে দিতে। ফেলে দেয়ার পর বলবে "Respect your elders" :D । কাহিনী বলতে গেলে এতটুকুই। কিছু সাব-মিশন আছে। যেমন নির্দিষ্ট সংখ্যক কয়েন কালেক্ট করা বা এল্ডারের পিছু ছুটানো। তাছাড়া গেমে কোনও প্যাঁচ নেই। একেবারে ফাঁকা মস্তিষ্কে রিল্যাক্স ভাবে গেমটা খেলা যায়।
কয়েক লেভেল পার করার পর পাওয়া যাবে অলতোর দুইটা বন্ধুকে। আরো কিছু লেভেল পার করলে সীমিত সময়ের জন্য উড়ে বেড়ানোর অ্যাবিলিটিও পাওয়া যাবে। আবার যারা একেবারেই কোনও মিশন পছন্দ করেনা, তাদের জন্য আছে ফ্রি রান মোড। বারবার পা হড়কে পড়ে গেলেও আবার সেখান থেকেই শুরু করা যাবে এই মোডে।
এই ছিলো অলতোর অ্যাডভেঞ্চার। যারা একটা সুন্দর দৃশ্যসংবলিত মোহনীয় ব্যাকগ্রাউণ্ড মিউজিক শুনে অলতোর অ্যাডভেঞ্চার দেখতে চান, তারা আজই গেমটি ডাউনলোড করে খেলা শুরু করতে পারেন। আপনিও অবাক হতে বাধ্য।
আমার একটি ফ্রি টিপ। হেডফোন কানে দিয়ে ব্রাইটনেস ফুল করে নিলে ভালো হয়।
Some of the PRAISING WORDS:
*15 most beautiful app on App Store
*Best app of February 2015 on App Store
*A piece of interactive art -WIERD
*Alto's Adventure demands your attention -IGN
*Pristine and refined -The Los Angeles Times
*Satisfies the soul -Tech Crunch
*Alto's Adventure is remarkably soothing -The New York Observer
Rating:
Pocket Gamer: 9/10
Gamezebo: 5/5
TouchArcade: 4.5/5
Comments
Post a Comment