Skip to main content

Posts

প্রোগ্রামিং এর সংগে ঠাট্টা

প্রথমে কিছু কাটখোট্টা সেশন দিয়ে শুরু করা যাক। কিছু কমন প্রশ্ন এবং এই গোবেচারার কিছু উত্তর। ১ . প্রোগ্রামিং কি? খায় না মাথায় দেয়?        সোজা বাংলায় বলতে গেলে প্রোগ্রামিং হলো কম্পিউটারকে আদেশ দিয়ে কিছু কাজ করানো। মানে কি?     মানে হলো কম্পিউটার হলো একটা বোকা বাক্স। ক্ষেত্রবিশেষে এদের ক্ষমতা মানুষের চেয়েও বেশী থাকলেও এর অনেক বড় সীমাবধ্যতা হলো এরা নিজে থেকে কিছু করতে পারেনা। এই দাস তাই করবে যা তার মনিব তাকে আদেশ দিবে। সমস্যা হলো কম্পিউটার মানুষের ভাষা বুঝেনা। এই সমস্যার সমাধান হলো প্রোগ্রামিং। মানুষ তার নিজের ভাষায় কম্পিউটারের জন্য কিছু আদেশ লিখে দিবে, কম্পিউটার সেটাকে কোন এক ভাবে নিজের ভাষায় ট্রান্সলেট করে নিবে। ব্যাস...কাজ শেষ। কম্পিউটার সেই আদশ পুরন করে ফেলবে। ২. প্রোগ্রামিং করে লাভ কি? কম্পিউটারকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়?     যেমনটা আগেই বলা হয়েছে। কম্পিউটারকে আদেশ না দিলে কিছুই করতে পারবেনা। তাই এতটুকু বুঝতেই পারছেন যে একটা প্রোগ্রাম বানিয়ে আপনি পুরো কম্পিউটারটাকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে আপনি কম্পিউটারে যা কিছু দেখছেন( গেমস, ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার ইত্যাদি ),

কম্পিউটার বচন

কম্পিউটারের সাথে আমার পরিচয় খুব ছোট বয়সে না। অন্তত চেনাপরিচিত বন্ধুমহলের অনেকের তুলনায় আমি বাচ্চাই বলা চলে। ক্লাস ২ বা ৩ তে পড়ি যখন ফুফাতো ভাই প্রথম কম্পিউটার কেনে। ফুফুর বাসা কাছেই হওয়ায় মাঝে মাঝেই সেটা দেখার সৌভাগ্য হতো। কিন্তু ছুয়ে দেখার সাহস তখনও হয়নি। সেই বছর থেকে আমাদের রেওয়াজ, ঈদের দিন নামাজ পড়েই সোজা ভাইয়ার রুমে। ভাইয়া নতুন একটা গেম ইন্সটল করে রাখতো আর আমরা কাজিনেরা লাইন দিয়ে সেটা খেলতাম (যদিও আমার ভাগে কমই পড়তো :p )  ক্লাস সিক্সে নতুন স্কুলে ভর্তি হলাম। এ এক আজব জায়গা। সবাই বড়লোকের পোলাপাইন। কতজন গাড়িতে করে আসে। তাদের তো কথাই নাই। যাদের গাড়ি নাই তাদেরও রোজকার বাজেট বিশাল। ইচ্ছামত উড়ায়। আর আমি মধ্যবিত্তের ছেলে। যাওয়া আসার ভাড়া বাদে কোনো টাকা পেতামনা। টিফিন বাসা থেকে বানায়ে দিতো। এই যখন আমার অবস্থা তখন ক্লাসমেটরা নিত্যনতুন গ্যাজেটের সাথে শুধু পরিচয়ই না, পকেটে নিয়ে ঘুরে (যদিও স্কুলে নিষিদ্ধ ছিলো )। সবাই এসব নিয়ে কত গল্প চালায় যায়। আর আমার মত বোকা কিছু পাবলিক হা করে এদের গল্প শুনি। কম্পিউটারের কত বচন, কত আড্ডা। এসব আড্ডায় ঢুকতে কত ইচ্ছা করতো, কিন্তু ঢুকবো কি করে? আমার কম্পিউটা